স্বপ্নভূমি ডেস্ক : যশোরে মধ্যরাতে দুর্বৃত্তদের হাতে নিহত যুবলীগ নেতা রেজাউল ইসলাম হত্যা মামলায় যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত ১৩ আগস্ট নিহতের ছেলে মেহেদী হাসান অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন, যার নম্বর ৪৮।
মামলা সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট (মঙ্গলবার) গভীর রাতে মোবাইল ফোনে কল পেয়ে রেজাউল ইসলাম নিজ বাড়ি থেকে বের হন। কিছু সময় পর বাড়ির পাশেই শাহাজাহান হোসেনের বাড়ির সামনে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তার শরীরে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। রক্তাক্ত অবস্থায় রেজাউলের গোঙানির শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে ঘটনাস্থলে তার মরদেহ দেখতে পান।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত রেজাউল ইসলাম যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তার হত্যাকাণ্ডের পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
ঘটনার দুই দিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মামলার তদন্তকারী কর্মকর্তা, যশোর কোতোয়ালি মডেল থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, হত্যার ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং খুব শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে।